• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেসব কারণে মুখে লাল রেশ হতে পারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০১:৫০ পিএম
যেসব কারণে মুখে লাল রেশ হতে পারে

রাস্তায় অসেক সময় রোদে ঘোরাফেরা কর♔লে ত্বক জ্বালাপোড়া করে ও লালচে হয়ে ফুলে যায়। অনেকেই এ সমস্যাকে অ্যালার্জি ভেবে অবহেলা করেন। ত্বক ঘামলেও এ সমস্যা বেড়ে যায়। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, বিশ্বের প্রায় ১৪ কোটি মানুষ ত্বকের এ সমস্যায় ভোগেন। যাকে বলা হয় রোসাসিয়া। এর থেকেই দীর্ঘদিনের চর্মরোগের সমস্যার সৃষ্টি হয়।তবে চিকিৎসকরা এও জানাচ্ছেন, সবার ক্ষেত্রে এই রোগ সমান নয়। একেকজনের ত্বকে ভিন্ন ভিন্ন কারণে এ সমস্যা প্রকাশ পায়। বিশ🌜েষ করে ত্বকের ধাত ও দৈহিক বৈশিষ্ট এক নয়।  চলুন তবে জেনে নেওয়া যাক কী কী কারণে ত্বকের এই রোসাসিয়া রোগ হয়-

  • জেনেটিক কারণে এই রোগ বংশ পরম্পরায় দেখা দিতে পারে। তাই পরিবারে কারো থাকলে আগে থেকেই সতর্ক হন।
  • মাথার চুলের স্ক্যাপ্লে দেমোডিক্স মাইট নামক এক জীবাণু থাকে। এটি খুবই বিপজ্জনক। কারণ এর থেকে যে লার্ভা বের হয় সেটি মুখে পড়ে চর্মরোগের সৃষ্টি করতে পারে।
  • যদি কারো শরীরের অটো ইমিউনিটি বেড়ে যায় তাহলেও তা নিজ থেকে প্রদাহ সৃষ্টি করতে পারে। শরীরে গরম ভাব বেড়ে গেলে এই জাতীয় চামড়ার সমস্যা সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক।
  • এ সমস্যার অন্যতম কারণ হলো পরিবেশ ও আবহাওয়ার ক্ষতিকর প্রভাব। বাতাসের গরম ভাব, ধুলাবালি ও সবকিছুই স্কিনের পক্ষে খারাপ। অনেক সময় অতিরিক্ত শুষ্কতার কারণেও এটি হতে পারে।

প্রতিকার

  • ত্বকের এই সমস্যা বেশিদিন পুষে রাখলে চর্মরোগে পরিণত হতে পারে। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
  • এর পাশাপাশি পিএইচ ব্যালেন্সযুক্ত ক্লিনজার অবশ্যই ব্যবহার করতে হবে।
  •  আজালেইক অ্যাসিড স্কিনের যে কোনো সমস্যা সারাতে পারে। এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যিই পরিমাণ মাপতে হবে নাহলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।

সতর্কতা

  • অতিরিক্ত ঝালজাতীয় খাবার খাওয়া যাবে না।
  • সূর্যের ইউভি রশ্মি থেকে যতটা ত্বককে বাঁচিয়ে রাখা যায় ভালো।
  • মদ্যপান একেবারেই বন্ধ করে দিতে হবে।
  • প্রচণ্ড গরম পানীয় না খাওয়াই ভালো। এতে প্রদাহ বাড়তে পারে।
  • অতিরিক্ত ব্যায়াম করবেন না।
  • চুলে হেয়ার স্প্রে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
Link copied!