• ঢাকা
  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১ ভাদ্র ১৪৩১, ১০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভিডিও কলে বাবা-মা, নদীতে ডুবে ছেলের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৩:৪০ পিএম
ভিডিও কলে বাবা-মা, নদীতে ডুবে ছেলের মৃত্যু

রাশিয়ার পিটার্সবার্গে নদীতে ডুবে চার ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী পা💜নিতে ডুবে যাওয়ার সময় তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলছিলেন। শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয়⛄ সংবাদমাধ্যম এনডিটিভি।

মৃত শিক্ষার্থীরা হলেন হর্ষাল অনন্তরাও দেশাল, জিশান আশপাক পিঞ্জারি, জিয়া ফিরোজ পিঞ্জারি এবং মালিক গুলামগৌস মোহাম্মদ ইয়াকুব। তাদের বয়স ১৮ থেকে ২০ বছর। তারা রাশিয়ার ভেলিকি নভগোরড শহরের কাছের নভগোরড স্টেট ইউনিভার্সিটিতে অ🍨ধ্যয়নরত ছিলেন। মৃতদের মধ্যে জিশান ও জিয়া আপন ভাই। তারা মহারাষ্ট্রের জলগাঁও জেলার অমলনের বাসিন্দা ছিলেন।

মৃত জিশান আশপাক পিঞ্জারির পরিবারের এক সদস্য এনডিটিভিকে বলেন, ভলখভ নদীতে যাওয়ার পর জিশান তার বাড়িতে ভিডিও কল করেছিলেন। ওই সময় জিশান এবং তার সঙ্গে থাকা বাকিদের নদী থেকে উঠে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তখন একটি শক্তিশালী♈ ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়।  

কর্মকর্তারা জানান, নদী থেকে নিশা ভূপেশ সোনাওয়ান নামের এক শিক্ষার্🎀থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।  

মস্কোর ভারতীয় দূতাবাস জানিয়েছে, মরদেহগুলো দ্রুত ভারতে ফেরাতে তারা কাজ করছেꩵ। 

Link copied!