১৫ বছরের দোর্দণ্ড প্রতাপের শাসনের পর ছাত্র-আন্দোলনের মুখᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে অনেকটা হুট করেই দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যান। তার মেয়ে সায়মা ওয়াজেদ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউটিও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। যার প্রধান কার্যালয় দিল্লিতে এবং সেই সুবাদে তিনি বেশির ভাগ সময় দিল্লিতে অবস্থান করেন। দিল্লিতে থাকলেও তার মায়ের সঙ্গে এখনো দেখা হয়নি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স হ্যান্ডলে করা একটি পোস্ট রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। পোস্টটি থেকে বোঝা যাচ্ছে, বꦜাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয় মোড় নেওয়ার পর থেকে মা ও মেয়ের মধ্যে এখনো দেখাই হয়ে ওঠেনি!
ওই টুইটে সায়মা ওয়াজেদ লিখেছেন, “এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতেಞ পারছি না...আমার হৃদয় ভেঙে যাচ্ছে।”
এদিকে বিবিসি জাꦗনতে পেরেছে, সায়মা ওয়াজেদ মঙ্গলবারই দিল🎃্লি এসে পৌঁছেছেন।
সে ক্ষেত্রে দিল্লি আসার পরেও কেন তিনি শে𝕴খ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি, নাকি তাকে ভারতীয় কতৃর্পক্ষ দেখা করার অ🀅নুমতি দেয়নি, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার ৫ অগাস্ট যখন নাটকীয় ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে ꦓদেশ ছাড়তে হয়, তখন সায়মা ওয়াজেদ থাইলꦑ্যান্ডে ছিলেন।