• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাবা শরিফের চাবিরক্ষক মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০২:৪০ পিএম
কাবা শরিফের চাবিরক্ষক মারা গেছেন
শায়খ সালেহ আল-শায়বা। ছবি : সংগৃহীত

পবিত্র কাবা শরিফের ১০৯তম অভꦏিভাবক ও সাহাবী উসমান ইবনে তালহা (রা.)-এর বংশধর শায়খ সালেহ আল-শায়বা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কাবা শরীফের চাবিরক্ষক ছিলেন।

শনিবার (২২ জুন) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরপর মসজিদুল হারামে শায়খ সালেহ আল-শায়বার জানাজা নামাজ আদায় করা হয়। তাকে দাফন করা হয়েছে 🌸আল মুয়াল্লা💃 কবরস্থানে।

জানা গেছে, মক্কা বিজয়ের দিন🗹 মহানবী হজরত মুহাম্মদ (সা.) কাবা শরিফের চাবি তুলে দেন হজরত উসমান ইবনে তালহার হাতে।

এ বিষয়ে মুহাম্ꦦমদ (সা.) বলেন, “এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।”

মহানবী (সা.)-এর আদেশ অনুসারে, সেই যুগ থেকেই ক❀াবাঘ൲রের চাবি উসমান ইবনে তালহার বংশধরের কাছে থাকত।

তাই তখন থেকেই উসমান ইবনে তালহা (রা.)-এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কা📖ছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবে🍸র বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করেন। তারাই কাবার দরজা খুলে দেন। তাই তাদের কাবা শরীফের অভিভাবকও বলা হয়ে থাকে।

Link copied!