কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। এই সংকট থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে দেশটি। এর মধ্যে একটি ‘গাঁজা চাষ’। শুধু তা-ই নয়, গাঁজা-বাণি📖জ্যের জন্য বৈধ ফ্রেমওয়ার্ক তৈরি করছে দে🎃শটি।
বুধবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য🍰 জানিয়েছে কা♏তারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে বিকাশমান বাজারের সুযোগ নিতে চাইছে পাকিস্তান। এর ধারাবাহিকতায় প্রায় চার বছর আগে শিল্প খাতে গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছিল দেশটি। এ জন্য গেল ফেব্রুয়ারিতে প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে প্রথমবারের মতো গাঁজা নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ২০২০ সালে দেশটিতে গাজা ব্যবহারের অনুমোদন দেওয়া হলেও অভ্যন্তরীণ জটিলতায় নিয়ন্ত্রক কর্তৃপক্♐ষ গঠনের পদক্ষেপ থেমে ছিল।
পাকিস্তানের বিশেষ বিনিয়োগ সুবিধা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা বলেন, “আমরা এ উদ্যোগ নিয়ে খুব তৎপর। সবকিছু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। নতুন জোট সরকার নীতি, উৎপাদনকারী ও বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও চাষের অঞ্চল নির্দিষ্ট করতে꧋ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করেছে।”
এদিকে ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, পাকিস্তান বৈশ্বিক গাঁজার বাজারে প্রবেশ ও উৎপাদনের অনুকূল পরিবেশের সদ্বব্যবহারে আগ্রহী। ২০২২ সালে গাঁজার বৈশ্বিক বাজার ছিল ২৭ দশমিক দুই বিলিয়ন ডলার। ২০২৭ সালে এ বাজার বেড়ে ৮২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ꦬদেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য বিদেশি ঋণ সহায়তা পেতে রপ্তানি আয় ও কর বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গাজার উন্ꦜমুক্ত চাষ এবং বিক্রি হয়ে থাকে। এ গাছটি উত্তর ও পশ্চিম পাকিস্তানে চাষের প💧রিবেশ রয়েছে। ১৯৭০-এর দশকে স্থানীয় গাঁজার দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল। কিন্তু ১৯৮০-এর দশকে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক গাঁজার ব্যবহার নিষিদ্ধ করেন।
নতুন করে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের ফলে ꦓচিকিৎসায় গাজার ব্যবহারের সুযোগ বাড়বে। এ ছাড়া এ গাছ রশি, কাপড়, কাগজ এবং নির্মাণসামগ্রীতেও ব্যবহার করা হয়।
পাকিস্তানে গাঁজার অপব্যবহার রোধে কঠোর শাস্তির বিধানও করা হয়েছে। এ আইন লঙ্ঘন করলে কোম্পানিকে ২০ কোটি রুপি এবং ব্যক্তিকে ✨এক কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধার রাখা হয়েছে।