• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এভারেস্টের চূড়া থেকে ৪ মরদেহসহ ১১ টন আবর্জনা অপসারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৪:৫৭ পিএম
এভারেস্টের চূড়া থেকে ৪ মরদেহসহ ১১ টন আবর্জনা অপসারণ
এভারেস্টের চূড়ায় আরোহণে আরোহীদের ভিড়। ছবি : সংগৃহীত

চলতি বছর এভারেস্ট ও আরও দুটি পর্বত থেকে চারটি মরদেহ ও একটি কঙ্কালসহ ১১ টন আবর্জনা অপসারণ করেছে নেপালের সেনাবাহিনী। হিমালয়ের এভারেস্ট, নুপ্তসে এবং লোৎসে পর্বত থেকে আবর্জনা ও মরদেহ উদ্ধার করতে সৈন্যদের ৫৫ দিন সময় লাগে বলে এক প্রতি๊বেদনে জানায় বিবꦬিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এভারেস্টে ৫০ টনেরও বেশি বর্জ্য এবং ২০০টিরও বেশি মৃতদেহ আছে বলে ধারণা করা 𒈔🌜হয়।

২০১৯ সালে হিমালয় পর্বতে বার্ষিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিচালনা শুরু করে দেশটির সেনাবাহিনী। তারা বলছেন, বিশ🌸্বের সর্বোচ্চ༺ আবর্জনা ফেলা হয় এখানে। ওই বছর অতিরিক্ত আবর্জনার কারণে পর্বত চূড়ায় পৌঁছাতে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হয় পর্বতারোহীদের।

সেন🅘াবাহিনী বলছে, এ পর্যন্ত পাঁচটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে পর্বতমালা ১১৯ টন আবর্জনা, ১৪ট♒ি মৃতদেহ এবং কিছু কঙ্কাল সংগ্রহ করেছেন তারা।

আবর্জনা কমানো ও✅ উদ্ধারকাজ সহজ করার জন্য এ বছর কর্তৃপক্ষে🍸র লক্ষ্য ছিল, পর্বতারোহীদের ট্র্যাকিং ডিভাইস পরানো ও তাদের নিজেদের মল ফিরিয়ে আনা।

নেপালের পর্বতারোহণের পর্যটন বিভাগের পরিচালক রাকেশ গুরুং বিবিসিকে বলেন, ‘ভবিষ্যতে সরকার আবর্জনা নিরীক্ষণের জন্য একটি মাউন্টেন রেঞ্জার দল তৈরি করার জন্য আরও অর্থ দেওয়ার♎ পরিকল্পনা করছে।’

এ বছর আনুমান🌜িক ৬০০ মানুষ পর্বত আরোহণ করেছেন। তাদের মধ্য🍌ে আটজন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যা গত বছর ছিল ১৯।

Link copied!