• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাঞ্জাবের ‘গ্যাংস্টার’ সুখা দুনেকে খুন হলেন কানাডায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১২:১৪ পিএম
পাঞ্জাবের ‘গ্যাংস্টার’ সুখা দুনেকে খুন হলেন কানাডায়
সুখদুল সিং ওরফে সুখা দুনেকে । সংগৃহীত

ভারতের পাঞ্জাবের মোগা জে𓂃লার দাভিন্দর বামবিহা ꧂গ্যাংয়ের সুখদুল সিং ওরফে সুখা দুনেকে বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে আন্তগ্যাং সংঘর্ষে নিহত হয়েছেন। অসমর্থিত প্রতিবেদন থেকে জানা যায়, তাকে কানাডার উইনিপেগে হত্যা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, এই হত্যাকাণ্ডটি ১৯ জুন সারেতে 🔯আন্তগ্যাং সংঘর্ষে নিহত হওয়া খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জারেꦅর অনুরূপ। নিজ্জারকে প্রায় ১৫টি গুলিবিদ্ধ করা হয়েছিল।

প্রাপ্ত তথ্য অনুসারে, দুনেকে ২০১৭ সাল꧃ে জাল নথিতে ভারত থেকে কানাডায় পালিয়ে যান। তার বিরুদ্ধে সাতটি ফৌজদারি মামলা রয়েছে।

পাঞ্জাব অঞ্চল ও তার আশপাশের ২৯ জনের মতো গ্যাংস্টার আইনের হাত এড়াতে ভারতের বাইরে আশ্রয় নিয়েছে। তারা ভারতীয় পা𓆏সপোর্টে বা জাল নথির মাধ্যমে বা অতীতে নেপালের পথ দিয়ে ভারত ছেড়েছিল। এই আশ্রয় দেওয়া দেশগুলোর মধ্যে 🍰শীর্ষে রয়েছে কানাডা। 

প্রসঙ্গত, হরদীপ সিং নিজ্জারকে হত🅺্যার ঘটনায় কানাডা ভারতকে অভিযুক্ত করেছে।

Link copied!