• ঢাকা
  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ২৪ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাঞ্জাবের ‘গ্যাংস্টার’ সুখা দুনেকে খুন হলেন কানাডায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১২:১৪ পিএম
পাঞ্জাবের ‘গ্যাংস্টার’ সুখা দুনেকে খুন হলেন কানাডায়
সুখদুল সিং ওরফে সুখা দুনেকে । সংগৃহীত

ভারতের পাঞ্জাবের মোগা জেলার দাভিন্দর বামবিহা গ্যাংয়ের সুখদুল সিং ওরফে সুখা দুনেকে বুধবার (২০ ꦗসেপ্টেম্বর) রাতে আন্তগ্যাং সংঘর্ষে নিহত হয়েছেন। অসমর্থিত প্রতিবেদন থেকে জানা যায়, তাকে কানাডার উ𒁃ইনিপেগে হত্যা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, এই হত্✃যাকাণ্ডটি ১৯ জুন সারেতে আন্তগ্যাং সংঘর্ষে নিহ𓄧ত হওয়া খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জারের অনুরূপ। নিজ্জারকে প্রায় ১৫টি গুলিবিদ্ধ করা হয়েছিল।

প্রাপ্ত তথ্য অনুসা📖রে, দুনেকে ২০১৭ সালে জাল নথিতে ভারত থেকে কানাডায় 😼পালিয়ে যান। তার বিরুদ্ধে সাতটি ফৌজদারি মামলা রয়েছে।

পাঞ্জাব অঞ্চল ও তার আশপাশের ২৯ জনের মতো গ্যাংস্টার আইনের হাত এড়াতে ভারতের বাইরে আশ্রয় নিয়েছে। 🦩তারা ভারতীয় পাসপোর্টে বা জাল নথির মাধ্যমে বা অতীতে নেপালের পথ দিয়ে ভারত ছেড়েছিল। এই আশ্রয় দেওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কানাড🐼া। 

প্রসঙ্গত, হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় কানাডা ভারতকে অভিযুক্ত করেছে💎।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!