• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা করবে ইরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০১:৪৩ পিএম
মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা করবে ইরান
পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। ছবি: সংগৃহীত

গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেই চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের💎 প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ইসরায়েলে হামলা চালাবে না ইরান- এমন ভাষ্য💎 প্রচার করছে অনেক গণমাধ্যম। তবে আরও কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

মূলত, গাজা উপত্যকা ও লেবাননে𒁃 সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের ওপর চ꧂রম ক্ষুব্ধ ইরান। গত কয়েক মাস ধরেই চলছে দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা। আর সেই উত্তেজনার পরিণতি হিসেবে কয়েক দফায় হামলা-পাল্টা হামলাও করা হয়।

সর্বশেষ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূল✃ক হামলার’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

একইসঙ্গে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে গত ৩১ অক্টোবর আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, আগামী ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। যদিও একই সূত্রের বরাত দিয়ে অন্য ♌কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ইসরায়েলের সামജরিক স্থাপনায় হামলা চালাতে পারে ইরান।

তবে তেহরান যে যুদ্ধ পরিকল্পনা করছে তার সঙ্গে সম্পৃক্ত তিনজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় যে হামলা চালিয়েছে তাতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার বিশদ বিবরণ ও 🌺ক্ষয়ক্ষতির প্রতিবেদন পর্যালোচনা করেন খোমেনি। এরপরই তিনি পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর খামেনি তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে পরিকল্পনার (হামলার) নির্দেশ দিয়েছেন। এমনকি ইরানের সামরিক কর্মকর্তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকাও তৈরি🌊 করছেন। ইরানের বিপ্লবী গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার জেনারেল আলি ফাদাভি বলেছেন, গত ৪০ বছরে আমরা কখনোই কোনো আগ্রাসনকে উত্তরহীন রাখিনি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

এর আগে (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের ওপর ইসরায়েলের সর্বশেষ আক্রমণের ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যাবে যুক্তরাষ্ট্রে𓆏র প্রেসিডেন্ট নির্বাচনের আগেই। ইরান কর্তৃপক্ষের সূত্র সিএনএনকে বলেছে, হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে।

Link copied!