যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি শত্রুরা সিস্টেমে প্রবেশের (হ্যাক) চেষ্টায় ‘অত্যাধুনিক কৌশল’ ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত তারা (শত্রুরা) এতে ব্যর্থ হয়েছে বলেও দ𓂃াবি সংশ্লিষ্ট🌺দের।
স্💮থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) ♋মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) পরিচালক জেন ইস্টারলি।
জেন ইস্টারলি বলেন, বেশির ভাগ নির্বাচনী মেশিন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে না। ফলে বিদেশি শত্রুর💦া সহজে তা হ্যাক করতে পারে না।
তবে ইস্টারলি সতর্ক করে বলেন, “বিদেশি শত্রুরা আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করবে যে,🐎 তারা এটি (হ্যাক) করতে সক্ষম।”
ইস্টারলি আরও বলেন, “আমেরিকান জনগণের কাছে 🃏তথ্য আসছে এবং সেই তথ্যের অনেকটাই আমাদের বিদেশি শত্রুরা ছড়িয়ে দিচ্ছে। যারা নির্বাচনে যুক্তরাষ্ট্রের আস্থা নষ্ট করার চেষ্টা করছে🐼।”
তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের⛦ নির্ব🧸াচনী সিস্টেমে বিদেশি অনুপ্রবেশের কোনো প্রমাণ মেলেনি।
জেন ইস্টারলি বলেছেඣন, “স্পষ্ট করে বলতে গেলে, আমরা যদি এ ধরনের কর্মকাণ্ড (হ্যাকিংয়ের) দেখি, অবশ্যই সে তথ্য আমরা প্রকাশ ক🌺রব।”
সূত্র: বিবিসি