এর আগে, দীর্ঘ সময় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ভারতের জীবন্ত কিংবদন্তী ক্রিকেট তারকা বিরাট কোহলি। এখন আর তার জাতীয় দলের অধিনায়কত্ব করার সম্ভাবনা নেই। তবে আবারও আইপিএলে অধিনায়ক হয়ে ফিরছেন কোহলি। আবারও রয়্যাল চ্যালেꦕঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অধিনায়ক হিসেবে দেখা যাবে এই অভিজ্ঞ ব্যাটারকে।
২০২১ আইপিএলের পর বেঙ্গালুর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গা♛লুরু কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে।
২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। তব🌠ে তাতে সফলতা এনে দিতে পারেননি প্রোটিয়া এই অধিনায়ক। এর আগে ৯ বছর বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি। তার অধীনেও শিরোপা জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে কোহলির অধীনে ২০১৬ সালে ফাইনাল খেলে🔯ছিল দলটি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামনের আসরে নেতৃ꧙ত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। ফলে আগামী আসরে অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতের সাবেক এই অধিনায়কক🧜ে।
আগামী আইপিএলকে সামনে রেখে ডিসেম্বরে হবে নিলাম। তার আগে অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত দলগুলোকে প্লেয়ার রিনেটশনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছিলো। সেখানে তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরဣাট কোহলির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি ধরে রেখেছে রজত পতিদার এবং যশ দয়ালকে।
কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যা𓃲চ খেলেছে বেঙ্গালুরু। যেখানে ৬৬ ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে ৭০টি। এছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফꦿল হয়নি।