অনূর্ধ্ব-১৯ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বাকি তিনটিতেই জয়লাভ করে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম ও🌠 শেষ ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে আরব আমিরাতকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী দল মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের দেবাশীষ সরকার একাই নেন ৪টি উইকেট। আরব আমিরাতের উদ্দিশ সুরি ২৯ ও ইয়ায়িন কিরান ২৩ রান করেন। জবাবে বাংলাদেশ মাত্র ২০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। 🍌বাংলাদেশের জাওয়াদ আবরার ৪৬ বলে ৪১ রান করেন। ৪২ বলে অপরাজিত ৪১ রান করেন কালাম সিদ্দিকী আলিন। শাহরিয়ার আজমীর তূর্য ৩৭ বলে অপরাজিত ৩৯ রান করেন। ম্যাচসেরা হন ওপেনার জাওয়াদ।