নাইজেরিয়ায় এ💞কটি মসজিদের একাংশ ধসে সাত মুসল্লির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একাধিক ম💖ুসল্লি।
আল-জাজিরার এক প্💜রতিবেদনে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) দেশটির কাদুনা রাজ্☂যের উত্তরাঞ্চলের শহর জারিয়াতে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকেলে 🤡শত শত মুসল্লি নামাজ আদায় করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপ⛎াত্র আবদুল্লাহি কোয়ারবাই। কোয়ারবাই বলেন, “চারটি মৃতদেহ তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। বাকি তিনটি মরদেহ উদ্ধারকারী দল এসে উদ্ধার করে।”
রাজ্যের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি⛎ জান⭕িয়েছে, মসজিদ ধসে আহত ২৩ জন মুসল্লিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজಌ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়েছিল। কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি এ ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ 𓆏দেন। তিনি এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার আশ্বাস দিয়েছেন।”