টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকদের সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত একটি সাবমেরিন আটলান্ট⭕িক মহাসাগরে নিখোঁজ হয়েছে। সাবমেরিনটির সন্ধানে রাত-দিন চেষ্টা চালাচ্ছে ফ্রান্স, কানাডাসহ যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল। তবে এখনো এটির খোঁজ পাওয়া ꧙যায়নি।
এদিকে সাবমেরিনটিতে আর মাত্র ৩০ ঘণ্টা শ্বাস নেওয়ার মতো অক্সিজেন অবশিষꦗ্ট রয়েছে। এই সময়ের মধ্যে নিখোঁজ ওই সাবমেরিন ও সেখানে থাকা পর্যটকদের উদ্ধার করা না গেলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে।
বুধবার (২১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি বিমান সমুদ্রের ‘পানির নিচের শব্দ’ শনাক্ত করেছে। মঙ্গলবার এমন আওয়াজ পাওয়া গেছে, মনে হচ্ছে সাবমেরিনের ভেতর থেকে সেটিকে কেউ আঘাত করছে। এক ঘণ্টার বেশি সময় ধরে এ শব্দ শোনা গেছে। এ🐎ই শব্দ নিখোঁজ হওয়া পাঁচ পর্যটককে ফিরে পাওয়ার আশা জাগিয়ে𝔉 রেখেছে।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, সাবমেরিনটিতে আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ওশেনগেটের ডুবোজাহাজটিতে সাধারণত চার দিনের অক্সিজেন মজুত থাকে। রোববার ডুবে যাওয়ার প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির। হারিয়ে যাওয়া ꧅ডুবো যানটির নাম ‘টাইটান’। তিন দিন পার হলেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও অবস্থান শনাক্ত করা যায়নি।
সমুদ্র উদ্ধার অভিযানবিষয়ক বিশেষজ্ঞ ও ✱নৌবাহিনীর ক্যাপ্টেন রে স্কট জানিয়েছেন, সৌভাগ্যক্রমে সাবমেরিনটির সন্ধান পাওয়া গেলেও এটি উদ্ধার করার বিষয়টি অনেক কঠিন হবে। কারণ, পৃথি🌼বীতে যেসব উদ্ধার সরঞ্জাম রয়েছে, সেগুলোর সাগরের এত গভীরে যাওয়ার সক্ষমতা নেই।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কমান্ডাররা। সবাইকে জীবিত উদ𝔉্ধা🉐রে ঘটনাস্থলে যোগ দিয়েছে ফ্রান্সের বিশেষজ্ঞ দল। সবচেয়ে আধুনিক প্রযুক্তি নিয়েই চলছে উদ্ধারকাজ।
এদিকে পর্যটকবাহী সাবমেরিনে যারা ছিলেন তাদের পরিচয় জানা গেছে। তারা হলেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ওশেনগেটের প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাস। পরিচাল♊নার দায়িত্বে ছিলেন, ৭৭ বছর বয়সী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল-হেনরি নারগোলেট।
আবহাওয়ার কারণে আটলান্টিকে অভিযানের কাজটি বেশ ঝুঁকিপূর্ণ এবং জটিল বলছেন সাবেক নাসা ম🐈হাকাশচারী এবং মার্কিন নৌবাহিনীর অধিনায়ক মার্কিন সিনেটর মার্ক কেলি।