ইরানে ‘নীতি পুলিশের’ হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাসা আমিনির চাচাকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ সেপ্টে🌜ম্বর) মাসার প্রথম মৃত্যুবার্ষিকীর ১০ দিন আগে তাকে আটক করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কুর্দিদের হেনগাও অধিকার গোষ্ঠী জানিয়েছে, সাফা আলীকে (৩০) ত🤪ার নিজ শহর পশ্চিম ইরানের সাকেজ থেকে নিরাপত্তা বাহিনী আটক করেছে।
হেনগাও আඣඣরও জানায়, ইরানি কর্তৃপক্ষ পাঁচ গাড়ি ভর্তি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছিল আলীকে আটক করতে। তারা কোনো আইনি নথি উপস্থাপন না করেই আলীর বাসভবনে জোরপূর্বক প্রবেশ করে তাকে আটক করে।
গত বছরের সেপ্টেম্বরে ‘পোশাকবিধি’ না মানায় ইরানের রাজধানী তেহরান থেকে মাসা আমিনജিকে আটক করেছিল নীতি পুলিশ। গত বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ দাবি করেছিল হার্ট অ্যাটাকে 🎉মৃত্যু হয়েছে মাসার। তবে মাসার হার্টের কোনো সমস্য ছিল না বলে জানায় তার পরিবার। এই মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয় বিক্ষোভে অসংখ্য মানুষ নিহত হন।
বিষয়টি নিয়ে জানতে ইরানের ব▨িচার বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগꦦ করেও সাড়া পাওয়া যায়নি।
মাসা আমি🎃নির চাচাকে এমন সময় আটক করা হলো, যখন অধিকারকর্মীরা অভিযোগ করছেন, ইরান সরকার মাসার মৃত্যু꧃বার্ষিকীর আগে বিরোধীদের ধরপাকড় বাড়িয়েছে।