• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার সূর্যে যাত্রা শুরু করল ভারতের আদিত্য-এল১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০১:১০ পিএম
এবার সূর্যে যাত্রা শুরু করল ভারতের আদিত্য-এল১
শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ হয় আদিত্য-এল১ । ছবি: সংগৃহীত

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল১ সফলভাবে উৎক্ষেপিত হয়েছে । স্থানীয় সময় শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে দেশটির অন্🌊ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা ♒কেন্দ্র থেকে রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (পিএসএলভি)-এর সাহায্যে সূর্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় মহাকাশযানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, আদিত্য - এল১💖 এর উৎক্ষেপণ বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখা গেছে। ২৩ আগস্ট চাঁদে ভারতের চন্দ্রযান-৩ এর সফল অবতরণের ১০ দিনের মধ্যে এবার সূর্যের দিকে উড়ে গেল আদিত্য - এল১।

ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের পর প্রায় ১৬ দিন পৃথিবীর চারিদিকে ঘুরবে আদিত্য - এল১। এই সময় সূর্যের দিকে যাওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়া💛বে মহাকাশযানটি। পরে প্রায় ১১০ দিন সূর্যের দিকে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছাবে। ল্যাগরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি অঞ্চল যেখানে দুইটি মহাজাগতিক বস্তুর ( স🌼ূর্য ও পৃথিবী) আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল থাকে। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। এই অংশে পৌঁছে আদিত্য - এল১ সূর্য পর্যবেক্ষণ করবে।

আদিত্য - এল১ অভিযানের জন্য ব্যয় করা হচ্ছে প্রায় ৩৭৮.৫৩ কোটি রুপি। এই অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। পাশা♛পাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাবও বুঝতে সাহায্য করবে এই মহাকাশযান। অভিযানটির মাধ্যমে সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য বিজ্ঞানীদের হাতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!