বিশ্বেꦉর কোন দেশের হাতে কত সোনা মজুত রয়েছে সেই হিসাব প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। কাউন্সিলের হিসাবে সবচেয়ে বেশি সোনা মজুত আছে আমের🌌িকায়। এ তালিকায় দশ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস দেশের নাম। সোনা মজুত রাখা শীর্ষ দশটি দেশগুলো হচ্ছে-
১. ܫসব থেকে বেশি সোনা রয়েছে আমেরিকার কাছে। দেশটিতে ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনা জমা রয়েছে।
২. বেশি সোনা মজুতে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তাদের সঞ্চিত সোনার 🎃পরিমাণ ৩ হাজার ৩৫২ দশমিক ৬৫ টন।
৩. সোনা সঞ্চয়ের হিসাবে তৃতীয় স্থানে আছে ইউরোপের দেশ ইটালি। তাদের ভাণ্ℱডারে রয়েছে ২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন সোনা।
৪. ꧑সোনা মজুতে চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। তাদের সঞ্চয়ে রয়েছে ২ হাজার ৪৩৬ দশমিক ৮৮ টন সোনা।
৫. সোনা সঞ্চয়ের দিক থেকে 🏅পঞ্চম স্থানে আছে রাশিয়া। তাদের ভাণ্ডারে রয়েছে ২ হাজার ৩৩২ দশমিক ৭৪ টন সোনা।
৬. সোনা সঞ্চয়ের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এশিয়ার বৃহৎ দেশ চিন। তাদের সঞ্চিত সোনার পরিমাꦿণ ২ হাজার ২৬২ দশমিক ৪৫ টন।
৭. সবচেয়ে বেশ সোনা জম𝔍া রাখা দেশের তালিকায় সপ্তম স্থানে আছে সুইৎজারল্যান্ড। তাদের ভাণ্ডারে সোনা রয়েছে ১ হাজার ৪০ টন।
৮. সোন✱া জমা রাখার তালিকায় অষ্টম স্থানে আছে প্রাচ্যেরꦬ দেশ জাপান। তাদের ভাণ্ডারে মজুত আছে ৮ শত ৪৫ দশমিক ৯৭ টন সোনা।
৯. বেশি সো🐠না সঞ্চিত রাখা নবম দেশ এশিয়ার ভারত। দেশটির ভাণ্ডারে সঞ্চিত আছে ৮ শত ২২ দশমিক শূন্য ৯ টন সোনা।
১০. তালিকায় দশম স্থ🔯ানে রয়েছে নেদারল্যান্ডস। তাদের ভাণ্ডারে সোনা রয়েছে ৬ শত ১২ দশমিক ৪৫ টন সোনা।