মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভ▨োট গ্রহণ চলছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোট দিচ্ছেন দেশটির নভোচারীরা। তাদের মধ্💫যে অনেকে আবার বর্তমানে রয়েছেন মহাকাশে। তারা ভোট দেবেন কীভাবে।
সে💖 প্রশ্নের জবাব দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।
নাসার প্রকাশিত এক পডকাস্টে বলা হয়েছে, মার্কিন নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা মহাকাশের যেখানেই থ𒁏াকেন না কেন, ভোট দিতে পারবেন। তাদের ভোটদানের বিষয়টি দেখভাল করেন ভূপৃষ্ঠে থাকা নাসার দুই কর্মকর্তা মার্টা ডুরহ্যাম ও কারেন অ্যাডকিনস।
নাসার ভা꧃ষ্যমতে, মহাকাশে থাকা কোনো নভোচারী যদি ভোটদানের আগ্রহের কথা জানান, তাহলে প্রথমে তারা যে অঞ্চলে থাকেন, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ডুরহ্যাম ও অ্যাডকিনস। সেখান থেকে ওই নভোচারীদের জন্য ব্যালট পেপার সংগ্রহ করা হয়। তারপর সেগুলোর কপি তারবার্তার মাধ্যমে মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়।
এরপরের প্রক্রিয়াটা একেবারে সহজ। ওই ব্যালট পেপার পূরণ করেন মহাকাশে থাকা নভোচারীরা। সেগুলোতে স্বাক্ষর করেন। এরপর সꦯেগুলো পাসওয়ার্ড সুরক্ষিত পিডিএফ ফাইলের💖 আকারে আবার তারবার্তার মাধ্যমে পৃথিবীতে নাসার কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
নাসার কর্মকর্তা মার্টা ডুরহ্যাম বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন💙ে প্রত্যেক নভোচারীর থাকার জন্য আলাদা জায়গা রয়েছে। সেগুলো ‘ক্রু কোয়ার্টার’ নামে পরিচিত। সেই জায়গাগুলো তারা ভোট দেওয়ার জন্য ব্যবহার করেছেন। এমনকি ক্রু কোয়ার্টারে ‘𒁃ভোটিং বুথ’ লিখেও দিয়েছেন।