শ্রীলঙ্কার নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনূঢ♚়া কুমারা দিশানায়েকে। এরপর নতুন নারী প্রধানমন্ত্রী পেল দেশটি। তিনি হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) দলের এমপি ডꦰ. হরিণী অমরাসুরাইয়া।
বুধবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা মিরর এ তথ্য জানায়🌜।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার, দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনꦯি। এছাড়🌺াও অমরাসুরাইয়া আইন, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়ের-ও দায়িত্ব পেয়েছেন।
শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে মাত্র তিন🦄টি আসন রয়েছে এনপিপির হাতে। দলটির সদস্য নমল করুণারত্নে এক বিবৃতিতে বলেছেন, শ্রীলঙ্কার ইতিহাসে আমাদের সবচেয়ে ছোট মন্ত্রিসভা হবে এবার। ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া হতে পারে।
কলম্বোভিত্তিক গণমাধ্যমগুলো জানি🤡য়েছে, অমরাসুরিয়া (অমরসূর্য) শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন🐻্ত্রী।
লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষ🌄া ও দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়ে সক্রিয়তার জন্য ব্যাপকভাবে পরিচিত অমরাসুরিয়া। চার বছর আগে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।