• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চুক্তি লঙ্ঘনের অভিযোগ হামাসের, বন্দী মুক্তিতে বিলম্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩, ০৯:২৬ এএম
চুক্তি লঙ্ঘনের অভিযোগ হামাসের, বন্দী মুক্তিতে বিলম্ব
হামাসের কাছে বন্দীদের মুক্তির সংবাদের অপেক্ষায় স্বজনরা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি না মানার লঙ্ঘনের অভিযোগ🧜 এনেছে ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস। দ্বিতীয় দফায় বন্দী মুক্তির বিষয়টিকে স্থগ๊িত রেখেছে তারা।

শনিবার (২৫ নভেম্বর) এক প্রতিꦏবেদনে রয়টার্🍌স এ তথ্য জানায়।

কথা ছিল, শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন গাজায় আরও ত্রাণবাহী ট্রাকবহর প্রবেশ করবে; পাশাপাশি ১৪ ইসরায়েলি বܫন্দীকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ৩৯ থেকে ৪২ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

শনিবার হামাসের সামরিক কাসেম ব্রিগেড জান💛ায়, উত্তর গাজায় ত্রাণ সরবরাহ ও ইসরায়েলি কারাগার থেকে যাদের মুক্তি দেওয়া কথা তাদের নির্বাচন প্রক্রিয়ায় চুক্তি লঙ্ঘন করেছে তারা। তাই বন্দীদের মুক্তি দিতেও দেরি করেছে হামাস।

হামাসের এ অভিযোগ অস্বীকাꦑর করে ইসরায়েল কর্ত🐠ৃপক্ষ জানায়, তারা চুক্তি লঙ্ঘন করেনি। সেই সঙ্গে হামাসকে নির্মূল করার হুমকি দেয় তারা। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এসে চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বিরোধ দেখা গিয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) চার দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম দিন ১৩ জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়ার কᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚথা থাকলেও, হামাস তাদের সঙ্গে আরও ১১ জন বিদেশি নাগরিককে মুক্তি দেয়। তারা জানায়, ‘সৌজন্যতাবোধ’ 🌠থেকেই তাদের মুক্তি দেয় তারা।

একই দিনে ইসরায়েল ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। কারণ চুক্তির তথ্য অনুযায়ী, প্রতিজন বন্দীর বিনি🐠ময়ে তিনজনকে মুক্তি দেবে ইসরায়েল।  

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!