পর্তুগালের রাজধানী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণাঞ্চলে সেতুবাল শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এরপর বন্দুকধারী🃏ও আত্মহত্যা করেছেন।
রোববার (৩০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবে🧔দনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, দক্ষিণাঞ্চলে সেতুবাল শহরে চারজন ব্যক্তিকে হত্যারপর বন্দুকধারীও আত্মহত্যা করেছেন।
সিএনএন পর্তুগাল জানিয়েছে, ♏সকাল ৮টার দিকে সেতুবালের বাইরো আজুল নামে একটি দরিদ্র অঞ্চলে গুলি চালানো হয় এবং পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছলে বন্দুকধারী আত্মহত্যা করেন।
সেতুবালের পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার বা𒐪র্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তারা ঘটনাস্থলে চারটি মৃতদেহ পেয়েছেন। গুলিতে তাদের প্রাণহানি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
𝓰তবে কি কারণে এই গুলির ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন পর্যন্ত ಌবিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফ্রেয়ার বলেছেন, পুলিশের ফৌজদারি মামলা সংক্রান্তܫ তদন্ত সংস্থা পিজে ঘটনাস্থলে পৌঁছে তদন্༺ত শুরু করেছে।