সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজাꦐরে আগামী কয়েক বছরের মধ্যে ১০ হাজারের বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেশটির রাস আল খাইমাহতে দ্রুতগতিতে হোটেল ও পর্যটন খাত সমৃদ্ধ হওয়ায় এসব নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হবে। ইতোমধ্যে বিশ্ববিখ্যাত হসপিটালিটি ব্র্যান্ড ওয়েন রিসোর্ট তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে।
বুধবার (৩ মে) দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, রাস আল খাইমাহতে হোটেল ও পর্যটন খাতে আগামী কয়েক বছরের মধ্যে ১০ হাজারের বেশি কর্মসংস্থানের স🦩ুযোগ তৈরি হবে।
রাস আল খাইমাহ পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী রাকি ফিলিপস বলেছেন, “রাস আল খাইমাহতে ৮ হাজার কক্ষ রয়েছে। আমরা এ বছর আরও ৪৫০টি এবং আগা༒মী বছর আরও ১ হাজার কক্ষ যুক্ত করতে যাচ্ছি। যতগুলো কক্ষ আছে, সেটি আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে আমাদের।”
২০২৩ সালে আমিরাতে ইন্টারকন্টিনেন্টাল, হ্যাম্পটন এবং মোভেনপিক তাদের সেবার দরজা খুলেছে। এ ছাড়া এ বছরই মিনাত⛦ে ꦿঅনন্তরা হোটেল এবং আল হামরায় সোফেটিল হোটেলের কার্যক্রম শুরু হবে।
আলদার, আবুধাবি ন্যাশনাল হোটেলস এবং ইমারও রাস আল খাইমাহতে বিনিয়োগ করার ঘোষণ🐲া দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েন রিসোর্টও আগামী কয়েক বছরের মধ্যে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার খরচ করে ১ হাজারের বেশি কক্ষবিশিষ্ট হোটেল চালু করবে। যেখানে গেমিং এরিয়াসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
আর এসব নতুন হোটেল ও ꦿঅবস্থাপনাগুলো পরিচালনায় আগামী ২০৩০ সালের মধ্যে 𓄧নতুন ১০ হাজার কর্মীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন রাকি ফিলিপস।
পর্যটন উন্নয়ন কর্ত🌜ৃপক্ষের প্রধান নির্বাহী রাকি ফিলিপস বলেন, “আমরা বিশ্বাস করি এই দশকের শেষ নাগাদ আমিরাত বছরে ৫ মিলিয়ন পর্যটককে আকর্ষণ করতে সক্ষম হবে। সমগ্র আমিরাতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যা টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।”