কলম্বিয়ার রাজধানী বোগোতাতে শক্তিশালী ভূমিকম্প আ🍨ঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত হয়েছেন বলে জানায় বার্তা সংস্থা এপি।
শুক্রবার (১৮ আগস্ট) এপির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পের পর দেশটির রাজধানীর বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে 𝓰আসেন। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির ⛄কেন্দ্রস্থল ছিল বোগোতা থেকে ১০০ মাইল (১৬০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে। তারা আরও জানায়, ভূমিকম্পের প্রাথমিক কম্পনের কয়েক মিনিট পর ৫ দশমিক ৭ মাত্রার আফটার শক অনুভূত হয়।
দক্ষিণ আমেরিকার দেশটির রাজধা♊নীর বোগোতার বাসিন্দা গনজালো মার্টিন বলেন, “সবকিছু কাঁপছিল। মানুষজন চিৎকার করছিল। কম্পনের তীব্রতায় অসংখ্য মানুষ র🌃াস্তায় নেমে আসে।”
বোগোতা ফায়ার সার্ভিসে🐲র কর্মকর্তা পাওলো হেনাও জানান, যে ব্যক্তি মারা গিয়েছেন তিনি আ👍তঙ্কিত হয়ে সপ্তম তলা থেকে লাফ দেন।
কলম্বিয়ার কংগ্রেস তাদের চেম্বার অব রিপ্রেজেন্টেটিভসে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। চেম্বা🐎র অব রিপ্রেজেন্টেটিভস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় জানান, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।