সৌদি আরব💯ে বিবাহবিচ্ছেদের হার উল্লেখযোগ্যভাবে𒊎 বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখ নারীর ডিভোর্স হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিকস।
সম্প্রতি প্রকাশিত দেশটির ২০২২ সালের নারীবিষয়ক প্রতিবেদনে দ♚েখা যায়, ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের ডিভোর্স সবচেয়ে হয়েছে। এই তালিকায় ডিভোর্সের স🤡ংখ্যা ৫৪ হাজার। এ ছাড়া ৫৩ হাজার ডিভোর্স নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা।
কয়েকটি🔥 জরিপ পরিচালনার মাধ্যমে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে প্রতিবেদনটিতে। সৌদিতে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা সবচেয়ে বেশি। এ সংখ্যা হলো ৯ লাখ ১৬ হাজার ৪৩৯। আর ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৭৮০।
প্রতিবেদনটির উল্🐷লেখযোগ্য দিক হলো কর্মক্ষেত্রে নারীদ꧑ের অংশগ্রহণ বেড়েছে।