পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার জোটের পক্ষ থেকে বলা হয়েছে, কোরআন বা অন্য কোনো পবিত্র গ্রন্🌼থের কপি পোড়ানো ‘আপত্তিকর ও অসম্মানজনক। যা স্পষ্ট উস্কানিমূলক কাজ।’
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। ইইউ’র বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি এক বিবৃতিতে বলেছেন, “বর্ণবাদ, জেনোফোবিয়া সম্পর্কিত ঘটনা ইউরোপে কোনো স্থান নেই। সুইডেনে যে ব্যক্তি কোরআন 🐭পুড়িয়েছে ওই ঘটনার নিন্দা জানাচ্ছে ইইউ।”
এর আগে গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে বিক্ষোভের নামে এক উগ্রবাদীকে কোরআন পুড়ানোর অনুমতি দেয় দেশটির পুলিশ। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশের কর্মকর্তারা পবিত্র কোরআন অবমাননার তীব্✃র নিন্দাও করেছে।
৩৭ বছর বয়সী সালওয়ান মোমিকা নামে একজন ইরাকি, যিনি বেশ কয়েক বছর আগে সুইডেনে পালিয়ে গিয়েছিলেন তিনি এ ঘটনা ঘটান।
একটি ছবিতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করার সময় মু🌃সলমানদের পবিত্র এ গ্রন্থের পাতা ছিঁড়ে এবং আগুনে জ্বালিয়ে দেন তিনি।
এ ঘটনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সং🐠স্থাটির সদর দপ্তর জেদ্দায় এ বৈঠক হও🍌য়ার কথা রয়েছে।