ভারতেꦿর বিহার রাজ্যে সন্তোষ লোহার (৩৫) নামের এক যুবকের কামড়ে একটি সাপের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) ঘটনাটি ঘটেছে বিহাꦡর রাজ্যের নাওদা জেলার রাজৌলির ঘন জঙ্গলে।
﷽শুক্রবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট🅷াইমস অব ইন্ডিয়া।
প্রতি✃বেদনে বলা হয়, সন্তোষ একজন রেল কর্মচারী। মঙ্গলবার রাতের খাবারের সময় তাকে একটি সাপে দংশন করে। এর পরিপ্রেক্ষিতে সন্তোষও সা💟পটিকে দুইবার কামড় দেন। এতে সাপটি মারা যায়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, স্থানীয় বিশ্বাস অনুযায়ী, কাউকে সাপে কাটলে তিনিܫ যদি ওই সাপকে দুইবার কামড় দেন, তাদের সাপের বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। সন্তোষ 💃সেই বিশ্বাস থেকে সাপটিকে কামড় দেন।
পরে অবশ্য সন্তোষকে স্থানীয় হাসপাতালে 🦄চিকিৎসা দেওয়া হয়। তিনি চিকিৎসা নিয়ে পরদিন সকালে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
হাসপাতালের চিকিৎসক ꧟ড. সতীশ চন্দ্র সিনহা জানান, সন্তোষ চিকিৎসায় ভালো সাড়া দিয়েছেন ও পরের দিনই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।