• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৬ কোটি দিয়ে অলংকার কিনলেন, পরে শুনলেন মাত্র ৩০০!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৪, ১২:০০ পিএম
৬ কোটি দিয়ে অলংকার কিনলেন, পরে শুনলেন মাত্র ৩০০!
ভারতের রাজস্থানের জয়পুর শহরের এক দোকান থেকে অলংকার কেনেন মার্কিন নারী। ছবি: সংগৃহীত

ভারতের জয়পুর থেকে দুই বছর আগে ছয় কোটি রুপি দিয়ে বিশেষ কিছু অলংকার কেনেন মার্কিন নারী চেরিশ। পরে নিজ দেশে নিয়ে এসব অলংকার দিয়ে শুরু করেন প্রদর্শনী। কিন্তু পরে জানতে পারেন এগুলো আসলে সত্যিকারের রত্ন নয়, কৃত্রিম। আর এসব জুয়েলারির বাজারদর মাত্র ৩০০ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, জয়পুর শহরের গোপালজি এলাকার এক দোকানের বাবা ও ছেলে ওই নারীর সঙ্গে এই প্রতারণা করেন। এসব অলংকারের সত্যতা নিশ্চিত করতে হলমার্ক সার্টিফিকেটও দেখানো হয় হয় ওই নারীকে। 
প্রতারিত হওয়ার পর আবারও ভারতে আসেন ওই নারী। এসে রামা রেডিয়াম নামের ওই দোকানে খোঁজ করেন। দোকানের মালিক সৌরভ সোনির কাছে এই অভিযোগ দেন তিনি। আশপাশের দোকান থেকে যাচাই করে দেখেন অলংকারগুলো বানানো। দাম মাত্র ৩০০ রুপি হতে পারে। 
পরে এই ঘটনা মার্কিন দূতাবাসকে জানান চেরিশ। এরপর গত ১৮ মে দোকানদার রাজেন্দ্র সোনি ও ছেলে সৌরভ সোনির বিরুদ্ধে মামলা করা হয়। 
পুলিশ বলছে, অভিযোগকারীরাও মামলা করেছেন ওই ꦡনারীর বিরুদ্ধে। তাদের অভিযোগ, ওই নারী এগুলো নিয়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু সিসিটিভি দেখে জানা যায়, এই অভিযোগ মিথ্যা। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Link copied!