আবারও ন𝓀েপালে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। রোববার (৫ নভেম্বর) ভোরে এ ভূমিকম্পটি আঘাত হানে।𒉰 তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, শনিবার নেপালে ৬ দশমিক ৪ মাত্রܫার ভূমিকম্পে ১৫৭ জনের মৃত্যু হয়।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ♚নডিটিভি জানিয়েছে, কাঠমান্ডু থেকে ১🌼৬৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
এদিকে শন♈িবার বিকে🤡লেও নেপালে ৩ দশমিক ৩ মাত্রার পরবর্তী কম্পন বা আফটার শক আঘাত হানে।
বিশেষজ্ঞরা বলছেন, ভৌগলিক অবস𒁃্থানের কারণেই নেপাল ভূমিকম্পের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। নেপালের অবস্থান দুটি বৃহদাকার টেকটোনিক প্লেটের সীমানায়। প্লেট দুটির নাম ইন্দো-অস্ট্রেলিয়ান এবং এশিয়ান প্লেট। এ দুটি প্লেটের সংঘর্ষের ফলেই সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, নেপাল যে দুটি প্লেটের ওপর দাঁড়িয়ে আছে, সে দুটি প্লেট প্রতি বছর ৫ সেন্টিমিটার হারে একে অপরের দিকে ধাক্কা দিচ্ছে। এটি খুব বড় ধরনের ধাক্কা না হলেও ধীরে ধীরে শক্তি জমা হয় এবং এক সময়✃ বড় ধরনের সংঘর্ষ তৈরি করে। তখন তীব্র ভূমিকম্প অনুভূত💦 হয়।