স্নাতকোত্তরে অসাধারণ ফলাফল করায় ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেলেন আফগান তরুণী রাজিয়া মুরাদি। পুরষ্কার গ্রহণের সময় আনন্দের পাশাপাশি নিজ দেশের নারীদের বর্তমান অব♓স্থা নিয়ে তালেবান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
༺ব্রিটি🍌শ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তার হাতে স্বর্ণপদক তুলে দেন গুজরাটের গভর্নর আচার্য দেবব্রত। ২৭ বছর বয়সী মুরাদি গত দুই বছর থেকে ভারতে পড়াশোনা করছেন৷ তিনি লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর 🍷সম্পন্ন করেছেন।
পুরষ্কার গ্রহণ করার সময় রাজিয়া মুরাদি বলেন, “আমার কঠোর পর🌠িশ্রমের ফল আমি পেয়েছি,ꦺ তাই আমি খুশি। কিন্তু আমি আমার পরিবারকে খুব মিস করছি।”
তিনি আরও বল🍌েন, “তালেবান আসার আগে আফগানিস্তানের জীবন ছিল একদম স্বাভাবিক। মেয়েরা স্কুলে যেত। উচ্চশিক্ষাও সম্পূর্ণ করত। কোনো নিষেধা🐬জ্ঞা ছিল না। তালেবানকে বুঝতে হবে শিক্ষার প্রয়োজনীয়তার দিকটি। শিক্ষা ও উন্নয়ন পারস্পরিক সম্পর্কযুক্ত। তাই উন্নত দেশ হতে চাইলে শিক্ষার বুনিয়াদি অধিকারকে সম্মান করতেই হবে।”
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। এরপর থেকে তারা বিভিন্নভাব﷽ে নারীদের অধিকার ও স্বাধীনতাকে খর্ব করার পাশাপাশি মাধ্যমি♛ক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষাগ্রহণ নিষিদ্ধ করেছে।
এরকম পরিস্থিতিতে সেদেশের নারীদের প্রতিনিধি হয়েই যেন তালেবানদের বার্তা দিলেন রাজিয়া। দেশটিতে তালেবানরা ক্ষমতা দখলের আগেই ২০২১ সালের ফেব্রুﷺয়ারিতে ভারতে এসেছিলেন তিনি।
ভারত সরকꦐারের ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ বৃত্তি পেয়ে গুজরাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে রাজিয়া বলেন, “আ𝕴মি এই বিশ্ববিদ্যালয়টি বেছে নিয়েছি কারণ এখানে অনেক আফগান শিক্ষার্থী পড়াশোনা করেছে। তাদের কাছে থেকে🏅 বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছিলাম।”