সোমা😼লিয়ার রাজধানী মোগাদিসুর পুলিশ প্রশিক্ষণ স্কুলের বাইরে একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছেꦿ আরও ছয়জন।
শুক্রবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যম আলজাজির𓃲ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের বোমা হামলায় বেসামরিক নাগরিকের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও নিহত হ𝄹য়েছেন। তারা বোমা হামলার সময় জেনারেল কাহিয়ে পুলিশ একাডেমির বাইরে চ♏া পান করছিলেন।
পুলিশ বিবৃতিতে বলেছে, ‘ব🌜িস্ফোরণটি গাছের নিচে ঘটেছে, যেখানে এলাকার 𒆙বাসিন্দারা বিশ্রামের জন্য সময় কাটায়।’
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। দেশটির সরকারকে উৎখাত করতে প্রায়ই গোষ্ঠীটি সামরিক ও রাষ♏্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় হামলা চলায়।