ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে অভিবাসী বহনকারী এ♛কটি নৌকা ডুবে ৬১ জন নিহত হয়ꩲেছেন। এসব অভিবাসীর মধ্যে অনেক শিশু ও নারীও রয়েছেন।
রোববার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বꩵিবিসি এই তথ্য জানিয়ে🔯ছে।
লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর কথা জানিয়ে🦄ছে 🌳জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)’।
শনিবার (১৬ ডিসেম্বর) দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে সংস্থাটি জানায়, নৌকাটি প্রায় ৮৬ জন আরোহী নিয়ে জুওয়ারা শহরের উদ্দেশে রওনা হয়। যাত্রা করার পর উ🔴ঁচু ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে শিশুসহ ৬১ জন অভিবাসী সাগরে ডুবে মারা যান।
বিবিসির মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের কাছে প্র꧒ধান প্রস্থান পয়েন্টগুলোর মধ্যে লিবিয়া অন্যতম। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় এ বছরই ২ হাজার ২০০ জ🐟নেরও বেশি মানুষ ডুবে নিহত হয়েছে বলে জানিয়েছে আইওএম।
মূলত উন্নত জীবনের আশায় অভিবাসীদের উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চ𝔍েষ্টায় প্রাণহানি অনেকটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এ ঘটনা লিবিয়ার এ রুটটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি করে তুলেছে।
দুর্ঘটনার পর ২৫ জন জীꦐবিত ব্যক্তিকে লিবিয়ার একটি আটক কেন্দ্রে স্থানাꦆন্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইওএম।