তাইওয়ানের উপকূলীয় অঞ্চলে 🌳৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার ভোররাত ৩টা ৪৭ মিনি🌺টে ভূমিকম্পটি অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়𝔉েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলো🐽মিটার গভীরে।
মার্🅘কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তাইওয়ানের স্থানীয় সময় রোববার 𝄹ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
তাৎক্ষণিকভাব ভূমিকম্পে ไহতাহꦰত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া ভূমিকম্পের প✅র সুনামি সতর্কতা জারিরও কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন ভবনে ধস, ট্রেন লাইনচ্যুতসহ বেশ কিছু ক্ষয়ক্ষতিꦍর মুখে পড়ে দেশটি।