তাইওয়ানের পূর্ব উপকূলীয় অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার𝓡 কম্পন অনুভূত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) ✃জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪।🃏 কম্পনটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬ দশমিক ৫ কিলোমিট🤪ার দূরে গভীর সমুদ্রে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে তাইওয়ানের আবহাওয়া ব্যুরো।
রয়টার্স ꦉজানায়, তাইওয়ানের পূর্ব উপকূলীয় অঞ্চলে জনসংখ্যা কম হওয়ায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বৃহত্তর জনপদে ভূমিক🐻ম্প সামান্য অনুভূত হলেও, দেশটির রাজধানী তাইপেতে কোনো কম্পন অনুভূত হয়নি।
তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটে🐼র সংযোগস্থলের কাছে অবস্থিত। যার কারণে দেশটিকে ভ🐻ূমিকম্পপ্রবণ এলাকা বলে মনে করেন আবহাওয়াবিদরা।