আফ্রিকার দেশ আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্ত🌃ত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
স্থানীয় সময় বু♔ধবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তামানসারেতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়🧔ে রয়টার্স জানিয়েছে, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের শহর তামানসারেতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি বাস এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা জানিয়💜েছেন, বাস ও গাড়ির মুখোমুখি সংঘ൩র্ষের পর বিস্ফোরণ হয়। সে সময় আগুনে দগ্ধ হয়ে ৩৪ জন যাত্রী মারা গেছেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।