নাইজেরিয়ায় ট্রাকচাপায় ১৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় কানো শহর থেক🦋ে ৩০ কিলোমিটার দূরে ইমাওয়া গ্রামে শুক্রবার (২৮ জুন) জুমার নামাজের পর দুর্ঘটনাটি ঘটে।
শনিবার (২৯ জুন) নাইজেরিয়ღার ℱসড়ক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
ফেডারেল রোড সেফটি কমিশন পরে রাতে এক বিবৃতিতে জানায়, এদিন মুসল্লিরা জুমার নামাজ পড়ে মসজি൩দ থেকে বের হচ্ছিলেন। এ সময় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় ১৪ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে।
গণমাধ্যমটির তথ্য অনুসারে, দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা খুব স্বাভাবিক একটি বিষয়। গতি ও ট্রাফিক নিয়ম না মানার কারণে এ স🅠ব দুর্ঘটনা ঘটছে।
কমিশনের হিসাবে, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হ♐য়েছে। এর আগের বছর এ 🌃সংখ্যা ছিল সাড়ে ছয় হাজার।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের একটি প্রতিবেদনে অনুমান করেছে, নাইজেরিয়ায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ হা🤡জারের মতো মানুষ মারা গেছে। তবে অধিকাংশ দুর্ঘটনার খবরই কতৃপক্ষকে জানানো হয়নি।