নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বিয়ে൩ শেষে বরযাত্🧸রীদের নিয়ে ফেরার পথে নাইজার নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত ওই নৌকাটিতে প্রায় ৩০০ যাত্রী ছিল।
বুধবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। কিভাবে🗹 এ দুর্ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি। তবে নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি এবং বর্��ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলে💖ন, বিয়ের নৌকাটি নাইজার রাজ্য থেকে অনুষ্ঠান শেষে কোয়ারা রাজ্যে ফিরছিল। পথে নৌকাটি পানিতে কিছুকে আঘাত করার পর উল্টে যায়।
কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই ব♛লেন, এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে💦।
কাওয়ার রাজ্য গভর্নরের অফিস থেকে হতাহতের ব্যাপারে কিছ🦹ু জানানো হয়নি। তারা শুধু জানিয়েছে, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন।
এক 💝বিবৃতিতে গভর্নরের অফিস বলেছে, নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সা🗹ম্পির মানুষ ছিলেন। যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।
গত মাসে উত্তরপূর্ব সোকোতো রাজ্যে জ্বালানির কাঠ আনতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে ১৫ শ﷽িশুর মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আরও ২৫ জন নিখোঁজ হন।
আফ্রিকার দীর্ঘতম দুটি নদী নাইজার ও বেনু নদীর মোহনার কাছাকাছি এলাকায় এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালের মে মাসে নাইজার নদীর এ অঞ্চলে একটি ꧒নৌকা ডুবে ১৬০ জন মারা যান।