• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রি-ডায়াবেটিসের ঝুঁকিতে কারা আছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৪, ১২:০৯ পিএম
প্রি-ডায়াবেটিসের ঝুঁকিতে কারা আছেন
প্রি-ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে বড় এবং কার্যকরী উপায় হলো ডায়েট ও জীবনযাপন পরিবর্তন করা। ছবিঃ সংগৃহীত

ইম্প্যায়ারড গ্লুকোজ টলারেন্স (আইজিটি) হলো প্রি-ডায়াবেটিস স্টেজ। একজন রোগী প্রথমে নরমাল স্টেজে থাকেন তারপর তিনি প্রিডায়াবেটিস স্টেজে থাকেন। এরপর তিনি ডায়াবেটিক রোগী হন‌। অন্যভাবে বলা যায়, প্রি-ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে কারো রক্তে সুগার স্বাভাব🍌িক মাত্রার চেয়ে বেশি, কিন্তু ডায়াবেটিসের মাত্রার চেয়ে কম থাকে। অর্থাৎ প্রি-ডায়াবেটিসে ব্লাড গ্লুকোজ ফাস্টিং অবস্থায় ৬.১ থেকে ৬.৯ mmol/L, খাওয়ার ২ ঘণ্টা পর ৭.৮ থেকে ১১.০ mmol/L থাকে অথবা রক্তের HbA1C মাত্রা ৫.৭% থেকে ৬.৪% এর মধ্যে হয়। এই প্রি-ডায়াবেটিস স্টেজ কয়েক বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এই স্টেজ থেকে আমরা নরমালে ফিরিয়ে আনতে পারি।

প্রি-ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কাদের বেশি?

ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার একটি বড় লক্ষণ হলো এই প্রি-ডায়াবেটিস অবস্থা। প্রি-ডায়াবেটিসে আকඣ্রান্ত ব্যক্তিদের পরবর্তী ৫ থেকে ১০ বছরের মধ্যে ডায়াবেটিস রোগ হওয়ার আশঙ্কা ৫০ শত🤪াংশ হয়ে থাকে।

  • স্থূলত্ব যারা অর্থাৎ যাদের শরীরের ওজন বেশি হয়
  • ৪৫ এর বেশি বয়সীদের
  • যারা শারীরিক পরিশ্রম কম করেন
  • বংশে বিশেষ করে যাদের বাবা-মা, ভাই-বোনদের মধ্যে ডায়াবেটিস থাকলে
  • যাদের গর্ভকালীন ডায়াবেটিস হয়েছিল
  • অনিয়ন্ত্রিত জীবনযাপন

কী দেখে বুঝবেন আপনি প্রি-ডায়াবেটিসে আক্রান্ত

প্রি-ডায়াবেটিসের এমন কোনো লক্ষণ নেই, যার মাধ্যমে নিশ্চিত করেই আমরা🤪 বলতে পারি যে একজন ব্যক্তি এই সমস্যায় আক্রান্ত হয়েছেন। তবে সাধারণ যেসব লক্ষণ দেখা যায়-

  • তৃষ্ণা বেড়ে যাওয়া
  • ঘন ঘন প্রস্রাব হওয়া
  • ক্ষুধা বেড়ে যাওয়া 
  • ক্লান্তি
  • চোখে ঝাপসা দেখা।
  • হাত-পা জ্বালা
  • ঘা শুকাতে সময় নেওয়া।

প্রি-ডায়াবেটিস হলে অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ কিংবা পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করতে হ𒅌বে। তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী খা🧜বার ও জীবনাচার মেনে চলা উচিত।

করণীয়

আমরা চাইলেই কিছু নিয়ম মেনে চলে এই শারಞীরিক সমস্যা থেকে 🐼বাঁচতে পারি। প্রি-ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে বড় এবং কার্যকরী উপায় হলো ডায়েট ও জীবনযাপন পরিবর্তন করা। যেমন-

  • নিয়মিত ব্যায়াম করা।
  • ওজন নিয়িন্ত্রণ করা
  • ঘন চিনিযুক্ত খাবার যেমন- মিষ্টি চকলেট, কোমল পানীয়, ফাস্টফুড, অ্যালকোহল, ধূমপান বাদ দিতে হবে।
  • খাদ্য তালিকায় প্রচুর ফাইবারযুক্ত খাবার রাখা। লো কার্ব ডায়েট মেনে চলা।
  • মাঝে মাঝে খালি পেটে ও খাওয়ার ২ ঘণ্টা পরে রক্তে সুগার মাপতে হবে।
Link copied!