ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরে অংশ নিতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এসে🔜ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। এই অনুষ্ঠানে অংশ নিয়ে গান গেয়ে দর্শকদের তোপের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা।
স্থানীয় সময় রবিবার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্𝓰ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নিয়েছিলেন জায়েদ খানসহ একঝাঁক বাংলাদেশি তারকা। এরমধ্যে এবারের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের আসরে জায়🍨েদ খানের পারফর্ম করার কথা ছিল।
অনুষ্ঠানের শেষের দিকে উপস্থাপক সাজু খাদেম চিত্রনায়ক জায়ﷺেদ খানকে মঞ্চে ডেকে নেন। এসময় 𝓀দর্শকরা ‘ভুয়া...ভুয়া’ বলে চিৎকার শুরু করে। দর্শকের ‘ভুয়া’ ধ্বনিতে একসময় মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন জায়েদ।
এদিকে আয়োজক সূত্রে জানা যায়, ঢালিউড মিউজিক অ্যাওয়🍌ার্ডের মঞ্চে নাচের পরিবেশনায় অংশ নেবেন জায়েদ খান।
আয়োজক সংগঠন শো–টাইম মিউজিকের কর্ণধা𝓀র আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকের উদ্দেশে বলেন, “অতিথিদের সম্মান করতে হয়। যাঁরা জায়েদ খানের পারফরম্যান্স দেখতে চান, তাঁরা আඣগামী দিনে ওয়াশিংটনে গেলে দেখতে পাবেন।”
নিউইয়র্কে ꩲঅনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অতিথি হিসেবে আরও ছিলেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহের আফরোজ শাওন, প্রতীকಞ হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, ব্যান্ড চিরকুট। আয়োজক সূত্রে জানা যায়, নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তন ছাড়াও আগামী ১ জুলাই ভার্জিনিয়ার হিন্ড্রন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড।