নির্বাচন শেষ হয়েছে, কিন্তু এখন রেষ রয়ে গেছে এখনো। নানা আলোচনায় মুখর এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। নতুন কমিটির শপথের দিন সাংবাদিকদের সঙ্গে মারামারির ঘটনা দিয়ে শুরু। তারপর বৃহস্পতিবার (১৬ মে) সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটিꦜর রিট করা দিয়ে আলোচনা শুরু হয়েছে। রিটে তাদের নেতৃত্বাধীন 🍒কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।
এদিকে নিপুণ বলেন, “শুধু কাজ করলেই হবে না। জ্ঞান থাকতে হবে, শিক্ষিত হতে হবে🤪। আমি একজন গ্র্যাজুয়েট। আমার তিন প্রজন্ম গ্র্যাজুয়েট।”
নিপুণের এমন মন্তব্যের পর বর্তমান কমিটি বৃহস্পতিবার (১৬ মে) এক জরুরি মিটিং করেন। এরপর সাংবাদিকদের কমিটির সহসভাপতি ডি এ তায়েব বলেন, “নিপুণের এমন মন্তব্য সত্ꦫযই হতাশাজনক। তিনি শুধু ডিপজল সাহেবকেই ছোট করেননি বরং সমগ্র চলচ্চিত্রশিল্পীদের হেয় করেছে। আমরা তার এমন মন্তব্যের জন্য একটি নোটিশ দেব। যথাযথ উত্তর না পেলে তার সদস্য পদ বাতিল করা হবে।”
নিপুণ স🅠াধারণ সম্পাদক থাকার সময় জায়েদ খানের সদস্য বাতিল করা হয়। নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর তার সদস্য পদ ফেরত দেওয়ার ঘোষণাও দেন।♎ এ বিষয়ে তিনি বলেন, “জায়েদ খান বর্তমান কমিটির কাছে চিঠি দিয়েছেন। তিনি যথাযথ ব্যাখ্যা পাওয়ায় তার সদস্য পদ ফিরিয়ে দিয়েছি।”
এদিকে নಌিপুণের রিটের পর বৃহস্পতিবার (১৬ মে) তার সমর্থিত শতাধিক শিল্পী মিশা-ডিপজলকে সংবর্ধনা জানিয়েছেন। এ সময় তাদের উদ্দেশে ডিপজল বলেন, “আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি এখনো বলছি, যারা এক দিনের জন্য সদস্য হয়েছে, কিন্তু বাদ পড়েছে তারা সদস্য পদ ফিরে পাবে সেটা নির্বাচনের আগেই বলেছিলাম। যেহেতু নির্বাচিত হয়েছি এখন তাদের সদস্য পদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছে তাদের আমরা ক্ষমার দৃষꦕ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কীভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সেভাবে কাজ করতে হবে।”