জাতীয় দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে ন🌸িয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। অভিষেক ম্যাচে বল হাতে ভারতীয় ব্যাটারদের যেমন ভুগিয়েছেন, হয়েছেন আলোচিত; ঠিক তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য 🏅করে বিতর্কের মুখে পড়েন তরুণ এই পেসার। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে দেশজুড়ে। এবার এটি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) একটি শোরুম উদ্বোধন শেষে নায়ক বলেন, “ফেসবুকে পোস্ট দেওয়া একেকজনের, একেক মন মানসিকতা। পোস🦹্ট তো দেওয়া যায়। তানজিম সাকিব তো তার পোস্টের ব্যাপারে ক্লিয়ার করেছ🌼ে। সে তো বলেছে, আমি নারী বিদ্বেষী না; আমার মা একজন নারী।”
জায়েদ খান আরও বলেন, “আমি মনে করি, যে দেশে জননেত্রী শেখ হাসিনা, সে দেশে অন্য কিছু আমি দেখি না। এটিই সত্যি কথা। সবার রোল মডেল হওয়া উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে♐ তিনি কাজ করছেন, নারী নেতৃত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরপরও কেউ নারী বিদ্বেষী বা নারী নেতৃত্ব নিয়ে মন্তব্য করা সমীচীন বলে মনে করি না।”
এর আগে তানজিম গত বছর ফেসবুকে পোস্ট করেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।` এই পোস্টটি নজরে এলে সমাজমাধ্য꧙মে দ্রুত ভাইরাল হয়ে যায়।’