বলিউড অভিনেতꦚ্রী জেরিন খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার বিষয়টি নিಌশ্চিত করেছেন জেরিন নিজেই।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অভিনেত্রী জেরিন খান হাসপাতালে ভর্তিജ হয়েছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে হাতে স্যালাইনের নল লাগানো একটি ছবি শেয়ার করেছেন তিনি। তবে, নিজের মুখ দেখাননি এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন— ‘জীবনের আপডে🦂ট।’
বর্তমানে বাংলাদেশের মতো ভারতের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ভারতের দিল্লি ওꦰ পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এডিস মশাবাহিত এই 🐬রোগে প্রতিদিন অনেকে আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন।
সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, ‘১৯২১’-এর মতো ছবিতে কাজ করেছেন জেরিন খান। শেষবার তাকে দেখ🔥া গেছে ‘হাম ভি একেলে, তুম ভি একেলে’ ছবিতে। বর্তমানে সিনে পর্দায় অনুপস্থিত 𒉰এ নায়িকা।