• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আম্বানিপুত্রের বিয়েতে সালমানের গায়ে হলুদ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৩:০৪ পিএম
আম্বানিপুত্রের বিয়েতে সালমানের গায়ে হলুদ!
ছবি : সংগৃহীত

বয়স অর্ধশতক পার করেছেন ৭ বছর আগে। রীতিমতো তিনি বলিউডের সুলতান। কিন্তু বিয়ে নিয়ে যেন তার কোনো ভাবনাই নেই! বয়স ৫৮ ছুঁলেও বিয়ে করেননি এই তারকা। জীবনে প্রেম এসেছে একাধিকবার। কিন্তু বিয়ের পি🍌ঁড়ি পর্যন্ত আর যাওয়া হয়নি। এবার আম্বানিপুত্র অনন্তর প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে ভাইজানের গায়ে হলুদ লেগেই গেল। নেটদুনিয়ায় এমন ඣকিছু ছবি প্রকাশ্যে আসতে অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি এবার বিয়ের পালা? 

প্রথম থেকেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সালমান। গুজরাটের জামনগের প্রি-ওয়েডিং 𒉰থেকে মুম্বাইয়ে সংগীতানুষ্ঠান, সবখানেই দেখা যাচ্ছে তাকে। এবার আম্বানি বাড়ির আ🐎য়োজনে ছিল গায়েহলুদের পালা। সেখানে দেখা গেছে সালমান, রণবীর সিং ও জাহ্নবীদের।

অনন্ত-রাধিকার হলুদ অনুষ্ঠানে সালমান এসেছিলেন কালো পাঠানি পরে। অনুষ্ঠান শেষে পাপারাজ্জির ক্যামেরায় তিনি ধরা পড়লেন হলুদ পাঞ্জাবিতে। তার সারা মুখে লেগেছিল হলুদ☂। তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। এবার তাহলে ভাইজানের বিয়েটা হয়েই যাবে, এমনই আশা তাদের। কেউ বলছেন, ‘ভাইজানের উচিত তাড়াতাড়ি বিয়ে করা’। আবার কারও মন্তব্য, ‘অপূর্ব দৃশ্য! ভাই দ্রুত বিয়ে করেন।’

প্রসঙ্গত, রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান। মনে করা হয়েছিল, তাকেই হয়তো জ♋ীবনসঙ্গী হিসেবে বে♏ছে নেবেন ভাইজান। কিন্তু সেই সম্পর্কও পরে ছিন্ন হয়ে যায়। যদিও আম্বানির পার্টিতে সালমান-ইউলিয়াকে একসঙ্গেই দেখা গেছে।

Link copied!