• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাঝরাতে শাফিনকে নিয়ে যা লিখলেন শোকস্তব্ধ পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০৩:৪৯ পিএম
মাঝরাতে শাফিনকে নিয়ে যা লিখলেন শোকস্তব্ধ পরীমনি
পরীমনি-শাফিন আহমেদ: ছবি: কোলাজ

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন বৃহস্পতিবার (২৫ জুলাই)। যুক্তꦫরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাফিন আহমেদের চলে যাওয়ায় বিষাদে ভরেছে তারকাদের টাইমলাইন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমন🗹িও হয়েছেন শোকস্তব্ধ। মাঝরাতে কিংবদন্তি এই ব্যান্ডতারকাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।

বৃহস্পত🐬িবার দিবাগত মধ্যরাতে পরীমনি ফেসবুকে নিজের বিষণ্ণ বদনের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আজ জন্মদিন তোমার হয়ে রয়ে যাবে চির🉐কাল। জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া।’

তিনি আরও লিখেছꦰেন, ‘প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারা জীবন।’

এর আগে শাফিনকে নিয়ে শোক প্রকাশ করেছে♒ন আরও অনেকে। নিজের ফেসবুকে তার গানের কয়েকটি লাইন তুলে দিয়ে জেমস লিখেছেন, 💟‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না।’

Link copied!