ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান তার অভিনয় গুণের মাধ্যমে বেশ আলোচনায় এসেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ফারিন অভিনিত নাটক ‘প্রাণ দিতে চাই’। এতে তার বিপরীতে আছেন আরশ খান। গুঞ্জন রয়েছে পর্দার বাইরেও আরশের সঙ্গে প্রেমের সম্পর্ক ফারিনের🤪। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে অভিনেতা আরশের সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে ফারিন বলেন, ‘‘আরশের সঙ্গে আমার প্রেমের সম্পর্কের খবরটি ভুয়া। আমাদের এখানে পরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করলে কিছুদিনের মধ্যেই ত𒁏াদের প্রেমের গল্প ছড়িয়ে পড়ে। আরশের সঙ্গে যেহেতু পরপর কয়েকটি কাজ করেছি, তাই আমাদেরকে নিয়েও এই গুঞ্জন ছড়িয়েছে।’’
ফারি🥀ন আরও জানান,‘একদিক দিয়ে এই গুজব ভালো, দর্শক জুটির মধ্যে রসায়ন খুঁজে পান। এতে পর্দায় জুটির রসায়ন জমে। হয়তো দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন।’
বর্তমানে ‘আয়না’ ও ‘ফেসবুক’ নামের দুটি সিনেমার কাজ শেষ করেছে🐷ন অভিনেত্রী ফারিন। তবে সিনেমা দুটি মুক্তির তারিখ এখনও নির্ধারণ হয়নি।