এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন কণ্ঠশিল্পী রায়া শারমিলা ইসলাম রাফতি ও হুমায়রা ইশিকা। বগুড়া 🍎ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাফতি। এর আগে তিনি এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন। অন্যদিকে ঈশিকা রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
রাফতি ২০১৫ সালে চ্যানেল আই খুদে গানরাজে তিনি প্রথম রানারআপ হয়েছিলেন। তিনি ২০১৭ সালে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় নজরুল সংগীতে রাষ্ট্রপতি পদক অর্জন ক⛄রেন। ২০১৫ সাল থেকেই রাফতি পেশাদার গানে মনোযোগী হন। একাডেমিক এই প্রাপ্তি সম🔴্পর্কে রাফতি বলেন, ‘আমি জিপিএ ৫ পেয়েছি। এ জন্য আমার শিক্ষক, সহপাঠীসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। আমার আগ্রহ বাংলা সাহিত্য ও দর্শন। এই দুই বিষয়ের যেকোনো একটিতে পড়তে আগ্রহী।’
রাফতি পেশাদার গান গাওয়ার পাশাপাশি প্রশাসনেও কাজ করতে চান। ব্যবসা করার ইচ্ছেও আছে গা𓄧য়িকার। এ প্রসঙ্গে বলেন, ‘আমি একজন ভালো মনের শিল্পী হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হতে চাই। নানা সময়েই আমার মাথায় এটা এসেছে। তবে আমার আরেকটি ইচ্ছে রয়েছে, প্রশাসনের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে।’
অন্যদিকে ঈশিকা একজন পেশাদার গায়িকা। গত ঈদে মুক্তি পাওয়া কাজল রেখা সিনেমায় তার গাওয়া একট🐻ি গান আলোচনা আসে। এ ছাড়া বেশকিছু একক গান প্রকাশ হয়েছে। গানের পাশাপাশি ইশিকা পড়তে চান আইন বিষয়ে। এ জন্য তার পছন্দের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ইশিকা বলেন, ‘জিপিএ-৫ পেয়েছি, এজন্য আমি শিক্ষক, বাবা-মাসহ সবার কাছে কৃতজ্ঞ। এখন আমি প্রস্তুতি নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনবিষয়ে পড়ার জন্য। কেননা আমি ব্যারিস্টার হতে চাই। যদি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাই, তাহলে বাইরে পড়ব।’ শুধু ব্যারিস্টার হবেন, এমনটা লক্ষ্য নয় ইশিকার। এ বিষয়ে বলেন, ‘পেশাদারি গায়িকার পাশাপাশি ব্যারিস্টার হওয়ার ইচ্ছে তো রয়েছে, তা না হলে বিজনেস নিয়ে পড়াশোনা করব, ভবিষ্যতে গানের পাশাপাশি ব্যবসায়ী হব।’