• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দুই গায়িকা পেয়েছেন জিপিএ-৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৯:১০ এএম
দুই গায়িকা পেয়েছেন জিপিএ-৫
রাফতি ও ঈশিকা। ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন কণ্ঠশিল্পী রায়ไা শারমিলা ইসলাম রাফতি ও হুমায়রা ইশিকা। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাফতি।🧸 এর আগে তিনি এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন। অন্যদিকে ঈশিকা রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

রাফতি ২০১৫ সালে চ্যানেল আই খুদে গানরাজে তিনি প্রথম রানারআপ হয়েছিলেন। তিনি ২০১৭ সালে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ওনজরুল সংগীতে রাষ্ট🅘্রপতি পদক অর্জন করেন। ২০১৫ সাল থেকেই রাফতি পেশাদার গানে মনোযোগী হন। একাডেমিক এই প্রাপ্তি সম্পর্কে রাফতি বলেন, ‘আমি জিপিএ ৫ পেয়েছি। এ জন্য আমার শিক্ষক, সহপাঠীসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। আমার আগ্রহ বাংলা সাহিত্য ও দর্শন। এই দুই বিষয়ের যেকোনো একটিতে পড়তে আগ্রহী।’

রাফতি পেশাদার গান গাওয়ার পাশাপাশি প্রশাসনেও কাজ করতে চান। ব্যবসা করার ইচ্ছেও আছে গায়িকার। এ প্রসঙ্গে বলেন, ‘আমি একজন ভালো মনের শিল্পী হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হতে চাই। নানা সময়েই আমার মাথা✅য় এটা এসেছে। তবে আমার আরেকটি ইচ্ছে র♏য়েছে, প্রশাসনের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

অন্যদিকে  ঈশিকা একজন পেশাদার গায়িকা। গত ঈদে মুক্তি পাওয়া কাজল রেখা সিনেমায় তার গাওয়া একটি গান আলোচনা আসে। এ ছাড়া বেশকিছু একক গান প্রকাশ হয়েছে। গানের পাশাপাশি ইশিকা পড়তে চান আইন বিষয়ে। এ জন্য তার পছন্দের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ইশিকা বলেন, ‘জিপিএ-৫ পেয়েছি, এজন্য আমি শিক্ষক, বাবা-মাসহ সবার কাছে কৃতজ্ঞ। এখন আমি প্রস্তুতি নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনবিষয়ে পড়ার জন্য। কেননা আমি ব্যারিস্টার হতে চাই। যদি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাই, তাহলে বাইরে পড়ব।’ শুধু ব্যারিস্টার হবেন, এমনটা ল𝔍ক্ষ্য নয় ইশিকার। এ বিষয়ে বলেন, ‘পেশাদারি গায়িকার পাশাপা💯শি ব্যারিস্টার হওয়ার ইচ্ছে তো রয়েছে, তা না হলে বিজনেস নিয়ে পড়াশোনা করব, ভবিষ্যতে গানের পাশাপাশি ব্যবসায়ী হব।’

Link copied!