বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়েꩲ নির্মিত হয় ‘সিং💞হম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়।
অনেক দিন ধরেই💫 গুঞ্জন উড়ছিল, এ ফ্যাঞ্চাইজির নতুন পার্ট আসছে। কিন্তু তারপর কেটে গেছে প্রায় এক দশক। কয়েক দিন আগে জানা যায়, অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পার্ট নিয়ে দর্শকদ🌌ের সামনে হাজির হতে যাচ্ছেন অজয়-রোহিত। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে এসব তথ্য নিশ্চিত করেন।
তারপর থেকে প্রশ্ন উড়ছে, সিংহম ফ্যাঞ্চাইজিতে লেডি সিংহম চরিত্রে কে অভিনয় করবেন? তবে এতদিন বিষয়টি নিয়ে মুখ খুলেননি পরিচাল♒ক রোহিত শেঠি। অবশেষে এ নির্মাতা ঘোষণা দিলেন— লেডি সিংহম হয়ে আসছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মুম্বাইয়ে ‘সার্কাস’ সিনেমার আইটেম গানের প্রকাশনা অনুষ্ঠানে এ ঘোষণা তিনি। খবর ইন্ডিয়া টুডের।
রোহিত শেঠি বলেন, ‘‘আমরা ‘সিংহম’ ফ্যাঞ্চাইজির পরবর্তী পার্ট নিয়ে কাজ করছি। সবাই আমাকে প্রশ্ন করছেন, এ সিনেমায় ‘লেডি সিংহম’ চরিত্রে কে অভিনয় করবেন? আজ নিশ্চিত করতে চাই, লেডি সিংহম রূপে পর্দায় আস🌠ছেন দীপিকা পাড়ুকোন। আগামী বছর থেকে সিনেমাটির শুটিং শুরু করব।’’
এ ঘোষণার সময়ে একই মঞ্চে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন ও তার বর রণবীর সিং। রোহিতের ঘোষণার পর তাকে জ꧃ড়িয়ে ধরেন দীপিকা।