• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘দেশে সিনেমার মার্কেট আছে শতকোটি টাকার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ১০:৩০ এএম
‘দেশে সিনেমার মার্কেট আছে শতকোটি টাকার’
সেমিনারে কথা বলছেন প্রযোজক শাহরিয়ার শাকিল, পাশে অতিথিরা। । ছবি: সংগৃহীত

দেশে সিনেমার মার্কেট আছে শতকোটি টাকার বলে মন্তব্য করেছেন আলোচিত প্রযোজক শাহরিয়ার শাকিল। তার দাবি, যেসব সিনেমা হল চালু আছে, সেগুলোতে যদি টানা দুই মাস মুক্তিপ্রাপ্ত ছবি ভালো চলে তবে শতকোটি টাকা ব্যবসা করা সম্ভব। 
শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টেজাব) আয়োজিত চলচ্চিত্রবিষয়ক সংলাপে উপস্থিত থেকে ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ ছবির এই প্রযোজক বলেন, ‘চলচ্চিত্রে কিছু পলিসি আছে এগুলো অতি দ্রুত চেঞ্জ করা উচিত। যদি চেঞ্🐬জ করা যায়, তবে যেকোনো সিনেমা থেকে মোটামুটিভাবে রেভিনিউ তুলে আনা সম্ভব।’

শাহরি💦য়ার শাকিল বলেন, “বাংলাদেশের যে সিঙ্গেল স্ক্রিনগুলা আছে সেগুলোতে কত টাকা টিকিট বিক্রি হচ্ছে তা ঠিকঠাক হিসাব পাওয়া যাচ্ছে ꦗনা। হলে প্রতিনিধি পাঠানো হয় প্রতিনিধিকে পাহারা দেওয়ার জন্য আরেকজন প্রতিনিধি পাঠাতে হয় এতে শুধু প্রযোজক নয়, সরকারও ঠিকভাবে ট্যাক্স পাচ্ছে না। সরকার যদি বক্স অফিস ও ই-টিকেটিং ব্যবস্থা করে দেয়, তাহলে সঠিক ট্যাক্স পাবে এবং আমরা ব্যবসা করতে পারব।”

টেজাবের সভাপতি নাজমুল আলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয়ের সঞ্চালনায় ‘চলচ্চিত্রের চাঁদমারি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শিরোনামের প্রবন্ধ প💜াঠ করেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।

সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, তারিক আনাম খান , শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সিনেপ্লেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমেদ শাম্মি, রায়হান রাফি, গিয়াস উদ্দিন সেলিম আরিফুর রহমান (সদসﷺ্য, চলচ্চিত্রবিষয়ক জাত পরামর্শক কমিটি, নির্মাতা ও প্রযোজক) তিতাস জিয়া (অভিনেতা, শিক্ষক, সদস্য- পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি), মো. মনিরুজ্জামান খান (নির্বাহী প্রকৌশলী, বিএফডিসি)।

Link copied!