• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এ আর রহমানের সুরে ভাসালেন অরিজিৎ সিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ১২:৩৩ পিএম
এ আর রহমানের সুরে ভাসালেন অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। প্রতি গানেই যার থাকে স্বকীয়তা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন গান। মনিরত্নম পরিচালিত ত❀ামিল সিনেমা ‘পোন্নিয়িন সেলভান-২’ এ ‘মেরা আসমান জল গয়া’ গানটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। এর গীতিকার গুলজার। এর আগেও এ আর রহমান ও অরিজিৎ সিং জুটি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি।  🐼;  

ভারতের গণমাধ্যমꦯ জানিয়েছে, সিনে💫মাটি সারা ভারতে ২৮ এপ্রিল একসঙ্গে ৫টি ভাষায় মুক্তি পাবে। টিপস অফিসিয়ালের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে অরিজিতের নতুন গানটি।

ইতিমধ্যে এ গানটি মন কেড়েছে অসংখ্য সংগীতপ্রেমীর। মুগ্ধ এক শ্রোতা ইউটিউবের কমেন্ট বক্সে লিখেছেন, “অরিজিৎ সিং আর এ আর রহমান শুধু দুটো নাম নয়, এ যেন এক আবেগের নাম।”
আরেক শ্রোতা লিখেছেন, “অরিজিৎ সিংকে কেউ কখনও পেছন⛄ে ফেলতে পারবে না। ছেলেটির গানে মন ছুঁয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমত🔜া আছে।”

আরেকজন মন্তব্য করেছেন, “অরিজিৎ সিং অতুলনীয়। যত গান শুনি ততই যেন তাকে ভালোবেসে ফেলি।” 
 

Link copied!