• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আম্বানি পরিবারের বিয়ে, কোটি টাকার পোশাক পরেছিলো পোষা কুকুর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৪:৪১ পিএম
আম্বানি পরিবারের বিয়ে, কোটি টাকার পোশাক পরেছিলো পোষা কুকুর!

আম্বানী পরিবারের রাজকীয় বিয়েতে কোটি টাকার পোশাক পরেছিলো পোষা কুকুর। বিয়ের দিন অনন্ত আম্বানী এবং রাধিকার পোশাক ছিল বৈচিত্রে ♓ভরা। এছাড়া পরিবারের প্রতিটি সদস্য, বরযাত্রীর সাজ ছিল চোখে পড়ার মতো। তবে হাজার হাজার অতিথির মাঝে সকলের নজর গিয়েছিল অনন্তের পোষা কুকুর ‘হ্যাপি’র দিকে। পরনে তার বহুমূল্যের পো𒁏শাক!

মুকেশ এবং নীতা আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়ে। প্রাক্-বিবাহ, বিয়ে এবং বিয়ে পরবর্তী অনুষ্ঠ⛦ান, কোথাও কোনও ত্রুটি রাখেননি আম্বানীরা। অতিথির তালিকাও ছিল দীর্ঘ। তাদের আপ্যায়ন করার জন্য না🥀না রকম সুযোগ-সুবিধার ব্যবস্থাও ছিল।

মূল অনুষ্ঠানের দিন আম্বানী পরিবারের প্রত্যেকের সাজ ছিল চোখে পড়ার মতো। নীতার বড় পুত্রবধ꧑ূ শ্লোকাও নিজের ব♏িয়ের লেহঙ্গাটি নতুন করে সাজিয়ে তুলেছিলেন। কন্যা ঈশার ফ্যাশন নিয়েও যথেষ্ট চর্চা হয়। আর সেই বাড়ির পোষ্যের পোশাক নিয়ে চর্চা হবে না, তা কী করে হয়?

সূত্র বলছে, অনন্তের বিয়ের দিন তার পোষ্য গোল্ডেন রিট্রিভার জাতের কুকুর ‘হ্যাপি’র পরনে ছিল উজ্জ্বল লাল রঙের পোশাক। তার উপর সোনালি রঙের নকশা। ‘গোল্ড প্লেটিꦉং’ বা সোনায় ধোয়া সেই পোশাকটির দাম কোটি টাকারও বেশি।

সূত্র: আনন্দবাজার

Link copied!