• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে তুফানের অপেক্ষায় ছিলে তোমরা, সে আসছে...


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০২:২৮ পিএম
যে তুফানের অপেক্ষায় ছিলে তোমরা, সে আসছে...
‘তুফান’ পোস্টার। ছবি: ফেসবুক থেকে

সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত ‘তুফান’ সিনেমা ভারতে মুক্তি পাচ্ছে ৫ জুলাই। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেত্রী কলকাতার জনপ্রিয় চিত🍷্রনায়িকা মিমি চক্রবর্তী। রোববার (৩০ জুলাই) দুপুরে সামাজিক মাধ্যমে ক্ষুদে বার্তায় এই তথ্য জানান তিনি। ফেসবুকে তুফান সিনেমার একটি পোস্টার পোস্ট দিয়ে ক্যাপশনে লেখেন-

যে তুফান-এর অপেক্ষায় ছিলে তোমরা, সে আসছে... 
৫‍‍ই জুলাই, তুফান ভারতে মুক্তি পাচ্ছে।


এর আগে ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দিয়েছেন একই তথ্য। শ♛নিবার (২৯ জুন) সোশ্যাল মিডিয়ায় ‘তুফান’ ছবির পোস্টার শেয়ার করে তরণ জানান, বাংলাদেশের সুপারহিট ছবি ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে।  

তরণ তার পোস্টটির হ্যাশট্যাগে রেখেছܫেন শাকিব খানসহ সিনেমার চার অভিনয়শিল্পীর নাম।

এর আগে শোনা যাচ্ছিল, ২৮ জুন ভারতসহ বিভিন্ন দেশে একযুগে মুক্📖তি পাবে তুফান। কিন্তু ওইদিন বিশ্বের ১৫টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মꦓুক্তি পেলেও ভারতে কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে ছিল সংশয়। অবশেষে তরণের পোস্টে জানা গেল ভারতে সিনেমাটির মুক্তির দিন।

ভারতে সিনেমাটির পরিবেশক এসভিএফ। প্রযোজনা সংস্থা থেকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভারতে বাংলা ছাড়াও আরো কয়েকটি ভাষায় তুফান মুক্তি পেতে পারে। অনেকেই ধারণা করছেন, 🎶ডাবিং সম্পন্ন করতেই এক সপ্তাহ বেশি স﷽ময় নিয়েছে প্রযোজনা সংস্থা।

ঈদ উপলক্ষে গত ১৭ জুন বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃꦍহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ♋চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ।

Link copied!