• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে কারণে সাদিয়া আয়মানের ফেইসবুক ডিএকটিভেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ১১:৪৮ এএম
যে কারণে সাদিয়া আয়মানের ফেইসবুক ডিএকটিভেট
অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক থেকে

ছোট পর্দার নতুন মুখ অভিনেত্রী সাদিয়া আয়মান। একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতির মুখে ﷽পড়ে বেশ আলোচনায় আসেন।  সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই নতু🃏ন এক আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে হঠাৎ ফেইসবুক লাইভে আসেন সাদিয়া আয়মান। তিনি নিজের বাসাতেই অꦏবস্থান করছিলেন, কিন্তু তার চোখে-মুখে ছিল আতঙ্ক। সেখানে তিনি তার সঙ্গে হওয়া কিছু ভৌতিক ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। গত কয়েকদিন ধরে কালো অবয়বের কেউ তার পিঁছু নিচ্ছে এবং একাধিকবার বাসার নিচে দাঁড়িয়ে থাকার কথা জানান সাদিয়া।

ভিডিওতে ব্যালকনি ꦗথেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কালো অবয়বও দেখানোর চেষ্টা করেন তিনি। কথার বলার সময় কাঁপছিলেন তিনি। এমনকি এক পর্যায়ে কান্নাও শুরু করে দেন। এরপর হঠাৎ লাইভটি কেটে যায়। অভিনেত্রীর জন্য নেটিজেনরা চꦚিন্তিত হয়ে পড়েন।

পরবর্তীতে জানা যায়, এটি মূলত সাজানো ঘটনা ছিল। সাদিয়ার কাজ করা একটি আসꦯন্ন নাটকের প্রচারণার জন্য এই পন্থা অবলম্বন করতে হয়েছে। মিডিয়া জগতে একটা কাজ ভালোভাবে সম্পন্ন করা যতটা জরুরি, ততটাই জরুরি তা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। ইদানীং তাই দেশে-বিদেশে কাজরে প্রচারণায় দর্শককে আকর্ষণ করার জন্য এমন ভিন্ন ভিন্ন কাজ করতে দেখা যাচ্ছে। সেরকমভাবে ‘বিভাবরী’ নামক অলৌকিক ঘটনার প্রেক্ষিতে তৈরি করা নাটক প্রচারণার উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসে এই কাণ্ড করেছিলেন সাদিয়া।

তার কাজ নিয়ে যতটা ন🎃া চর্চা হয়, তার চেয়ে অন্যান্য ব্যাপার নিয়ে বেশি আলোচনায় এই অভিনেত্রী। তবে ভূত কাণ্ডে সমালোচনার মুখে পড়ে ফেইসবুক আইডি ডিএকটিভেট করে রেখেছেন আলোচিত এই অভিনেত্রী।

কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সর𝐆কার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় যখন বেশিরভাগ শিল্পী ‘ধরি ম🅺াছ না ছুঁই পানি’ নীতি অবলম্বন করেছেন, সে সময় ফেসবুকে সরব ছিলেন সাদিয়া আয়মান।

অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে তার প্রেম নিয়ে ব্যাপ🐟ক আলোচনায় এই অভিনেত্রী।

Link copied!